রূপগঞ্জে গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামীর মৃত্যু

0
1

প্রতিনিধি নারায়ণগঞ্জ – রূপগঞ্জে পুলিশের গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়ে চনপাড়ায় লিটন মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ শ্রাবণ,৬ আগস্ট) বিকাল ৫ টা ১৫ মিনিটে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ময়লা পানির ডোবায় ঘটে এ ঘটনা। লিটন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আব্দুল মালেকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিটন একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লিটন দুপুরে চনপাড়া এলাকায় অবস্থান করছিলো বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আল-মামুনসহ একদল পুলিশ লিটনকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে। এসময় লিটন পুলিশ আসার টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার ময়লা পানির ডোবায় লাফ দেয়। এতে লিটন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ডেমড়া ফায়ার সার্ভিসের একদল ডুবুরি প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলে লিটনের লাশ উদ্ধার করে।এ বিষয়ে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আল-মামুন বলেন, গত তিন আগেও ওয়ারেন্টভুক্ত আসামী লিটনকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যায়। আজ পুলিশ দেখা মাত্রই দৌড়ে ময়লা পানির ডোবায় লাফ দেয়। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে , লিটন (৩৫) মাদকদ্রব্য (গাঁজা) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। মঙ্গলবার (২২ শ্রাবণ,৬ আগস্ট) বিকাল ৫ টা ১৫ মিনিটে আসামি লিটন পুলিশের উপস্থিতি টের পাইয়া গ্রেফতার এড়াতে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে সে মারা যায় বলে জানা যায়। উক্ত এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here