সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

0
0

তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে আটকে রেখে হেনস্থার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি আনিসুর রহিম, সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক মানব কণ্ঠ’র অসীম বরণ চক্রবর্তী, ডিবিসির এম জিল্লুর রহমান, করতোয়ার সেলিম রেজা মুকুল, নিউজবাংলার সৈয়ম শাওন মাহমুদ, মাইটিভির ফয়জুল হক বাবু, স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমূখ।

বক্তারা বলেন, সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরা হয়েছে।

বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে এই আক্রোশ ঝাড়া হয়েছে।

এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে আটকে রেখে হেনস্থার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here