শার্শায় ৪টি চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
0

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আল-আমিন(২৭),তৌহিদুল ইসলাম(২৮),ও নাজিম উদ্দীন(৩৩) নামে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

এসময় চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করে তারা।

বুধবার(১১ আগস্ট) সন্ধায় শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে এ মোটর সাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করে ডিবি পুলিশ৷

আটককৃত হলেন শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন (২৭),আমির হোসেনের ছেলে, তোহিদুল ইসলাম (২৮), ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের আঃ সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)।

ডিবি পুলিশ জানায়,পুলিশ সুপার,যশোর মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শামীম হোসেন এর নেতৃত্বে এসআই সোহানুর রহমান মোল্লা, এএসআই রঞ্জন সরকারের সমন্বয়ে একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মটরসাইকেলের চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের মাষ্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিম উদ্দিনকে ৩টি মটরসাইকেল ও চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ হাতে-নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও তথ্য মতে রাত ২০:৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর সিন্ডিকেটের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেলসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন/বিচারাধীন আছে।

এই ঘটনায় উপ-পরিদর্শক( এসআই) শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here