নাজিম উদ্দীন জনি,শাশা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় লকডাউনের প্রথম দিনে অভিযান চালিয়ে ৬ টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(৫ এপ্রিল) উপজেলার নাভারন ও বাগআঁচড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এসময় অনিয়মের অভিযোগে বাগআঁচড়া বাজারের আশা ফার্মেসীকে ৫০০ টাকা, রিফাত হোটেলকে ৫০০ টাকা,আনোয়ার ষ্টোরকে ৫০০ টাকা ও জেঁহের হোটেলকে ৫০০ টাকা। মোট ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ।
অনুরূপ, নাভারণ বাজারের সোহাগ হোটেলকে ৫০০ টাকা ও মুসলিম হোটেল ৫০০ টাকা করে মোট ২ টি প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা করেন এই ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান,করোনা সতর্কতায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।