তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া: মুজিব বর্ষের উপহার হিসেবে প্রদানের লক্ষ্যে নির্মাণাধীন গৃহের কাজে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের জেলে যেতে হবে বলে সতর্ক করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়নে গৃহহীনদের জন্য নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শনকালে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন। এসময় জেলা প্রশাসক গৃহ নির্মাণের কাজে সঠিক পরিমানে মালামাল ব্যবহার ও এক মাসের মধ্যে ঘর নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন। প্রসঙ্গত, কলারোয়ায় উপজেলায় প্রথম পর্যায়ে ১০০টি গৃহহীন পরিবারকে বাসগৃহ প্রদান করা হবে। এর আগে দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন৷ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, এসি ল্যান্ড আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এস এম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি প্রমূখ