কাবা ঘরের ছবি সম্বলিত জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় কতোটুকু যুক্তিপু্র্ণ?

0
7
ছবি - মাঈন উদ্দিন

মোঃ মাঈন উদ্দিন – যে কাবা ঘরকে সামনে রেখে সিজদা করা হয়,যে কাবা ঘরকে মুসলমান ভক্তি করে চুমু খায়। যে কাবা ঘরকে মুসলমান আল্লাহর ঘর হিসেবে জানে – সে’ই কাবা ঘরের ছবি সম্বলিত জায়নামাজে দাঁড়িয়ে কখনো কাবা ঘরের উপরে অজ্ঞাত বশত পা ফেলে দাঁড়ায়, মুসলমান নামাজ পড়ছে আর ভাবছে অনেক সওয়াব হচ্ছে। আপনারা যারা মসজিদে নামাজ পড়েন তারা নিশ্চই এমন দৃশ্যের সম্মুখীন হচ্ছেন। কিন্তু মৌলবি সাহেবরা এই ব্যাপারটি তাদের দৃষ্টিতে নিচ্ছে না বরং নিজেরাও কাবা ঘর সম্বলিত জায়নামাজের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছেন । এটা কি চরম বেয়াদবি নয়? পাল্টা যুক্তি না দিয়ে বিষয়টি ভেবে দেখবেন …..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here