তালায় বিদ্যু সংযোগ চালু রেখে কাজের সময় শ্রমিকের  মৃত্যু

0
0
জহর হাসান সাগর :তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ চালু রেখে পরিষ্কারকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নকর্মী ফারুক মোড়ল নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ (২২ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিখালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বুধো মোড়লের ছেলে ফারুক মোড়ল পল্লী বিদ্যুত সংযোগ চালু থাকা অবস্থায় পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোড়ল।  যার কারণে ফারুক মোড়ল বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ওই সময় বিদ্যুত সংযোগ ছিল না। কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।
বিদ্যুত সংযোগ না থাকলে বিদ্যুতস্পৃষ্ট হল কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুতকর্মী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। বিস্তারিত বিদ্যুত বিভাগের কর্তৃপক্ষ বলতে পারবেন।
লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here