তালার হাজরাকাটিতে দোকানদারদের মাঝে খাদ্য বিতরণ করলেন তালা ইউএনও 

0
0
জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
তালায় প্রশাসনের পক্ষথেকে করোনা কালীন সময়ে  উপজেলার হাজরাকাটি বাজারে ৩৩ জন চা ও সেলুন  ব্যাবসাহীর মাঝে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মঙ্গলবার (৭ জুলাই) বারোটার দিকে তালা  উপজেলায় হাজরাকাটি বাজারে সামাজিক দুরাত্ব বজায় রেখে।  বাজারের চা ও সেলুন দোকানদারদের মাঝে ৩৩ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন তালা।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সারাদেশে হাট, বাজার বন্ধ রয়েছে। এবং তালায় কঠোর লকডাউন চলমান থাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে এ মহামারি থেকে বাঁচতে নিজনিজ গৃহে থাকার নির্দেশ দিয়েছেন। যার দরুন অসহায়, গরিব ও
 খেঁটে খাওয়া মানুষের জীবন যাপন অবরুদ্ধ হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে তালা উপজেলা প্রশাসন এ সময়ে অসহায়দের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
 ৩৩ টি চা বিক্রেতা ও সেলুন  দোকানদারদের পরিবারের সদস্যদের মাঝে  চাল, আলু, ডাউল, লবণ এবং সয়াবিন তেল সম্বলিত একটি প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার  তারিফ- উল- হাসান।
খাদ্য সামগ্রহী বিতারণ এর সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুল হক, সহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের ট্যাক অফিসার উপজেলা সরকারী কর্মকর্তা বৃন্ধ, ১২নং খলিলনগর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,  ১নং  ওয়ার্ডের  ইউপি সদস্য  আ স ম আব্দুর রব,  ১নং ওয়ার্ডের  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here