জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় ৩ বছরের সন্তান ও স্বর্ণলংকার সহ নগদ অর্থ আত্নসাৎ করে আতœগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী নিরুপায় হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানাযায়, তালার জেয়ালা গ্রামের আলেক মোড়লের ছেলে মিনারুল ইসলামের সহিত ৪ বছর আগে সদর উপজেলার জোড়দিয়া গ্রামের আলাক মোড়লের মেয়ে জেসমিন খাতুনের বিবাহ সম্পন্ন হয়। ৪ বছরের সংসার জীবনে মিনারুল ইসলাম ও জেসমিন খাতুন দম্পত্তির একটি পুত্র সন্তান লাভ করে। পুত্র সন্তানের নাম জিসান মোড়ল(৩)। আনন্দ সুখের এই সংসারে গত ২৮ শে মে শনিবার সকাল ৯ টার দিকে মিনারুলের স্ত্রী জেসমিন কাউকে কিছু না জানিয়ে পুত্র সন্তানকে সাথে নয়ে তার ব্যবহৃত কাপড় চোপড়, স্বর্ণলংকার যাহার মূল্য ১লক্ষ ৫০ হাজা টাকা ও ঘরের বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত টাকা নিয়ে আতœগোপনে চলে যায়। নিরুপায় স্বামী তার বৌ ও পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে তালা থানায় একটি অভিযোগ ও আদালতে একটি মামলা দায়ের করেছেন।
নিরুপায় স্বামী মিনারুল ইসলাম জানান, গত শনিবার আমার বৌ জেসমিন আমাদের না জানিয়ে ছেলে সন্তান ও স্বর্ণলংকার সহ নগদ অর্থ নিয়ে কোথায় জেনো চলে গিয়েছে। আমি অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে আমার শশুড় বাড়িতে যায়। সেখানে তাকে না পেয়ে বাড়িতে ফিরে আসলে আমার শশুড় বাড়ি হতে আমাকে ফোন করে বলেন তোমরা আমাদের বাড়িতে লুটপাট করতে এসেছিলে। তোমাদের নামে মামলা করবো। এক দিকে আমার বৌ ও সন্তান খুঁজে পাচ্ছি না অপর দিকে শশুড় বাড়ি হতে হুমকি প্রদর্শন করা হচ্ছে। তাই নিরুপায় হয়ে তালা থানায় একটি অভিযোগ ও আদালতে একটি মামলা দায়ের করেছি।
জেয়ালা গ্রামের আলেক মোড়লের স্ত্রী বলেন, আমার বৌমা বাড়ির কাউকে কিছু না জানিয়ে গত শনিবার ৯ টার দিকে তাদের ছেলে সন্তান ও স্বর্ণলংকার সহ নগদ অর্থ নিয়ে কোথায় জেনো চলিয়া গিয়েছে। অনেক খোঁজা খুজি করে তাদের না পেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছি। আমি আমর বৌমা ও পুতাকে ফিরে পেতে চাই।