জহর হাসান সাগর (তালা প্রতিনিধি ) সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শত্রুদের হামলায় খালেক সরদার (২৬) নামের এক যুবক খুন হয়েছে। হামলায় গুরুতর আহত হয়ে চিকিসাৎধীন রয়েছেন নিহতের চাচা রাজ্জাক সরদার। নিহতের পরিবার সুত্রে জানাযায়, একই গ্রামের ধোনা সরদাররের সাথে সাইদ সরদারের বাড়ি থেকে বের হবার রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ধোনা সরদারের ছেলে রহমত সরদার, স্ত্রী ইছামতী, দুই মেয়ে নুরি বেগম ও শরবানু বেগম এবং পুত্রবধূ হালিমা বেগম লোহার রড শাবল ও ইট দিয়ে সাইদ সরদারের ছেলে খালেক সরদারকে পিটাতে থাকে। উক্ত সময় খালেককে উদ্ধার করতে চাচা রাজ্জাক সরদার ও আনার চেীকিদারকে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।হামলায় গুরুতর আহত খালেক,রাজ্জাক ও আনারকে উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়া হয়। মারাত্মক আহত খালেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথেমধ্যে মার যান। তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারিরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে ।অতিদ্রুত গ্রেফতার করা হবে ।