তালায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

0
0
জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলনে মাধ্যমে সাংবাদিক এসএম নজরুল ইসলাম সভাপতি,ও এস এম আলাউদ্দিন সাধারণ সম্পাদক  এবং হাবিবুর রহমান হাবিব কে সাংগঠনিক সম্পাদক করে ১০৯ সদস্য বিশিষ্ট তালা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে শুরু করে বৃষ্টি বৃষ্টি বিঘ্নিত দিনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিকাল ৩টা পর্যন্ত তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে তার বাসভবন চত্তরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব বিষয়ক সম্পাদক শেখ শাখায়াতুল করিম পিটুল, কলারোয়া উপজেলা জাপার সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল বাবু, তালা উপজেলা সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,তালা উপজেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দিন, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শেখ আমিনুর রহমান ফিরোজ, ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বি এম বাবলুর রহমান। জেলা ছাত্র সমাজের সাংগঠণিক সম্পাদক হাসান আলী বাচ্চু,যুদিষ্টি চক্রবর্তী, আহসান হাবীব।জাতীয় যুব- সংহতির উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হুসাইন। জাতীয় তরুণ পার্টির উপজেলা সভাপতি মোঃ ইউনুছ আলী মোড়ল।
এছাড়া উপজেলার ১২ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এ্যাড, জিল্লুর রহমান,অধ্যাপক আমজাদ হোসেন,ডাক্তার নজরুল ইসলাম, এ্যাড, কবির আহমেদ, প্রভাষক আবুবক্কর, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, নুরুল ইসলাম খোকা, মোঃ আজিজুল রহমান, সেতু পরিচালনা মোঃ আবুল হোসেন, মোঃ জামাল উদ্দিন,ডাক্তার আবুল বাশার।শেখ আব্দুল কাদের, জাতীয় মৎস্যজীবী পার্টির উপজেলা সভাপতি মোঃ আবুল হায়াত নিকারী । উপজেলার সৈনিক পার্টির সভাপতি মোঃ রফিকুল খাঁ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন ষড়যন্ত্র করে জিএম কাদেরকে দমিয়ে রাখা যাব না  জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আগত জাতীয় নির্বাচনকে ঘিরে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দমিয়ে রাখা যাবে না। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে।
সম্মেলনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here