তালায় ডেঙ্গুরোধ প্রতিরোধে জনসচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত

0
1
 গতকাল(মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শীদা পারভীন পাঁপড়ী, মেডিকেল অফিসার ডাঃ রওশন ডায়মী,প্রধান হিসাব রক্ষক হাফিজুর রহমান প্রমুখ ।
 বক্তারা তাদের বক্তব্য বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যাতে কোন মশা আর কামড়াতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি অতি সতর্ক থাকতে হবে। সচেতনার মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি সম্ভব। ব্যক্তি সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গুর প্রকাপ অচিরেই বন্ধ করতে প্রত্যেকের বাড়ির আশপাশে জমে থাকা পানি, বিশেষ করে, টব, পলিথিন, ডাবের খোসা ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে’র কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিক বৃন্দদের সাথে ডেঙ্গু রোগের প্রতিরোধে জনসচেনতা মূলক বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here