সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আকরামুল ইসলাম গুরুতর আহত

0
0

জহর হাসান সাগর (তালা প্রতিনিধি) – সড়ক দূর্ঘটনায় জাগো নিউজ ও বিজয় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে বিনেরপোতার সংলগ্ন ঋশিল্পী এলাকায় এ দূরঘটনাটি ঘটে। আকরামুল ইসলামের পিতা সাংবাদিক নজরুল ইসলাম জানান, ভোরে গ্রামের বাড়ী তালা সদরের মাঝিয়াড়া গ্রাম থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয় মোটরসাইকেল যোগে। তার সাথে তার চাচা ছিলেন। প্রতিমধ্যে বিনেরপোতা ঋশিল্পী এলাকায় পৌঁছালে দূর থেকে একটি ছাগল ছুটে চলে আসে মরটসাইকেলের চাকার ভিতরে। ঘটনাস্থলে মরটসাইকেল উল্টে মাথায় থাকা হেলমেড ভেঙ্গে মুখের বিভিন্ন স্থানে, মাথায় ও দুই হাতে আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিনতে পেরে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সাতক্ষীরা সদর হাতপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা শঙ্কা মুক্ত বলে জানান তার পিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here