জহর হাসান সাগর- সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে একটি বাল্যবিবাহ প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে তালা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনা টি নিশ্চিত করতে পাঠিয়ে দেয় তেঁতুলিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব
এ সময় সঙ্গে নেন শুভ সরকার, সংগীত শিক্ষক, তেঁতুলিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব,শাহিন আলম, পরবতীর্তে হাজির হন মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী , ও ইতি মেম্বার,এবং জাতপুর ক্যাম্পের এস আই আব্দুস সবুর।
ঘটনা টি ঘটেছে ,আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় । মেয়ের নাম সাদিয়া সুলতানা মুক্তা, পিতা মোকছেদ মোড়ল, গ্রাম সুভাষিনী।সে দশম শ্রেণির শিক্ষার্থী।সুভাষিনী হাইস্কুলের ছাত্রী ছিলেন । জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী তার বয়স ১৫ বছর ১ মাস ২৮ দিন।
এ বিষয়ে তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সুভাষিনী গ্রামে একটি বাল্যবিবাহের আয়োজন চলছে। এমন তথ্য পেয়ে ঘটনা স্থলে লোক পাঠানো হয় , ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায় । মেয়ের বয়স কম থাকায় বিয়ের অনুষ্ঠান টি বন্ধ করে দেওয়া হয় ও মেয়ের পিতা বাড়িতে না থাকায় আগামী কালকে আমার অফিসে হাজির হবে বলে মেয়ের চাচা লিখিত দিয়েছেন। হাজির হলে ইউ এন ও স্যারের অফিসে নেয়া হবে।