জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জাতপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোসলেম উদ্দীন মোড়লের বাড়িতে বুধবার সকাল ১০ টা থেকে ১২ টার এর মধ্যে কোন এক সময় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে, চোরেরা এ সময় নিচের তলা ও দোতলার ৪ টি রুমের মধ্যে প্রবেশ করে আলমারিতে থাকা কাপড় চোপড় কাগজ পত্র তছনস করে ও ড্রয়ের রাখা ব্যবসায়ে খাটানো প্রায় ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাই।
মোসলেম উদ্দীন মোড়লের বড় পুত্র বাবলুর রহমান জানান,আমার ভাই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রী স্কুল শিক্ষক, আমার মা স্বাস্থ্য কর্মী,সবাই যার যার মতো প্রতিদিনের ন্যায় অফিসে চলে যায়,আমার স্ত্রীও বাচ্ছাদের স্কুলে নিয়ে যায় আর আমি ও আমার বাবা কোর্টের কাজে সাতক্ষীরাতে যাই,এ সময় বাড়িতে কেউ ছিল না,সাতক্ষীরা থেকে বেলা ১ টার দিকে ফিরে দেখি নিচের তলায় আলমারিতে থাকা কাপড় চোপড় এলোমেলো ভাবে মেঝেতে ফেলানো,পরে দোতলায় উঠে দেখি একই অবস্থা এবং ড্রায়ে থাকা ব্যাবসায়ের কাজে লাগানো প্রায় ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা,পরবর্তীতে তালা থানায় জানালে জাতপুর ক্যাম্প ইনচার্জ এস আই ওহিদুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন, এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান,আমরা শুনা মাত্রই ঘটনাস্থান পরিদর্শন করেছি,অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।