জহর হাসান সাগর,তালা( সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে প্রেমা য়ার (১৩) পিতা প্রশান্ত রায়, সোমবার( ১২ জুলাই) আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার আহসানিয় মিশন ক্যান্সার হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
প্রেমার কাকা গৌতম রায় জানান যে, কিছুদিন আগে হঠাৎ করে প্রেমা অসুস্থ হয়ে পড়ে ।আমরা প্রাথমিক চিকিৎসার জন্য তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ভতি করা হয় । সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি যে প্রেমা মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে । চিকিৎসাধীন অবস্থায় সে সেখানে মৃত্যুবরণ করেন । প্রেমা খেজুর বুনিয়া জে, এন, এ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।