তালেবানের শীর্ষ নেতাদের ওপর থেকে এবার নিষেধাজ্ঞা স্থগিত করেছে জাতিসংঘ

0
0

ডেস্ক নিউজঃ আফগানিস্তানের ক্ষমতাশীন তালেবান সরকারের শীর্ষ নেতাদের ওপর থেকে এবার ভ্রমণ নিষধাজ্ঞা স্থগিত করেছে জাতিসংঘ। এ তালিকায় রয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বেরাদার ও মাওলানা আব্দুস সালাম হানাফী, পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি, শের মুহাম্মাদ আব্বাস স্টানিকজাই, পাদশাহ খান, জিয়া-উর-রহমান মাদানি, আলি মারদান কুল, মাওলানা শাহাবুদ্দিন দেলাওয়ার, আব্দুল লতিফ মনসুর, আব্দুল হক ওয়াসিক, খায়রুল্লাহ খায়েরখওয়াহ, শিক্ষামন্ত্রী নুরুল্লাহ নুরি, ফজল মোহাম্মদ মজলুম, আব্দুল কবির মোহাম্মদ জান, দিন মোহাম্মদ হানিফ ও নূর মোহাম্মদ সাকিব।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, শান্তি ও স্থিতিশীলতার সাথে সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেয়ার জন্য এসব ব্যক্তির উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। একইসাথে তারা যাতে বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারে তার জন্য তাদের বিষয়ে যে সকল আর্থিক নিষেধাজ্ঞা ছিল তাও কিছুটা শিথিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here