নীলফামারির ডিমলায় পল্লীশ্রী’র চেক হস্তান্তর ও উপকরণ বিতরণ

0
0

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় সিবিও স্থায়ীত্বশীলতার লক্ষে চেক হস্তান্তর ও উপকরণ বিতরণ করেছেন পল্লীশ্রী।সোমবার(২০ সেপ্টেম্বর)দুপুরে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতাতায় ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে পল্লীশ্রী’র হলরুমে কর্মরত এলাকার ১০টি জনসংগঠনের আর্থিক সহযোগিতার জন্য প্রত্যেক সংগঠনকে ৯২ হাজার ৪ শত টাকা করে মোট ৯ লাখ ২৪ হাজার(নয় লাখ চব্বিশ হাজার)টাকার চেক,তিনজন প্রশিক্ষিত যুবকের মাঝে বেশকিছু উপকরণ ও নারীদের কাজের সুবিধার্থে তিনটি  মটর পাম্প বিতরণ করা হয়।পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে ও ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী।এ সময় প্রধান অতিথি বলেন,আমরা আশাবাদী সিবিও সমূহ স্থায়ীত্বশীলতা অর্জনে প্রদানকৃত অর্থ সহায়ক ভূমিকা রাখবে।এ ছাড়াও এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দিনাজপুর পল্লীশ্রী ম্যানেজার(ফাইন্যান্স অ্যান্ড এডমিন)হুমায়ূন কবির,ডিমলা পল্লীশ্রী ২০২১ প্রকল্পের হিসাবরক্ষক আ: রবিউল হাসান,ফিল্ড ফ্যাসিলেটেটর গোলাম মস্তফা,তাহমিনা আক্তার,দবিরুল ইসলাম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here