নাজিম উদ্দীন জনি,স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শার ঐতিহ্যবাহী বাগআঁচড়া সম্মিলিত গালর্স স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাগআঁচড়া সম্মিলিত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরন করা হয়।
বাগআঁচড়া সম্মিলিত মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সবুজ বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আব্দুল খালেক।
এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মন্ডল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাধন কুমার গোস্বামী, ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি আব্দুর রফিক খোকন, বাগআঁচড়া ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাজাহান বিশ্বাস, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুচ আলী,সাধারন সম্পাদক জিয়াউল হক, আসাদুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা আসাদুজ্জামান নয়ন, আরিফুজ্জামান শিপলু,শিশির,আরিফ হাবিব, আবুল কালাম, মিন্টু মেহেদী, ইউপি সদস্য শামীম রেজা, মহিলা মেম্বর আসমা আক্তার নিলা, শার্শা উপজেলা ছাত্রলীগের উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান টিটো, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান শুভ, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সরদার বাপ্পি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল খালেককে বাগআঁচড়া সম্মিলিত বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।