ভোলায় নৌকা’কে চ্যালেঞ্জ জানিয়ে কাফনের কাপড় জড়িয়ে নির্বাচন করা সেই প্রার্থী বিজয়ী

0
0

ডেস্ক নিউজঃ ভোলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন কাফনের কাপড় পরে প্রতীক নেয়া সেই বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সরদার।

ইউপি নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আলাউদ্দিন সরদার চশমা প্রতীকে পেয়েছেন নয় হাজার ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাগর হাওলাদার নৌকা প্রতীকে পেয়েছেন এক হাজার ৮০০ ভোট। রবিবার দিবাগত রাত ১২টার পর উপজেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণায় এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন থেকে সরে যেতে প্রতিপক্ষের হুমকি-ধামকি উপেক্ষা করে কাফনের কাপড় পরে প্রতীক আনতে গিয়েও হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সর্দার।

জানা গেছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আলাউদ্দিন সর্দার।

পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে প্রার্থী হওয়ায় আলাউদ্দিন সর্দারকে যুবলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

বিজয়ী চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন, জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। জনগণকে সাথে নিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here