দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে তৈরি করুন – ভিপি নুর

0
0

মেহের আফরোজ, ঢাকা থেকেঃ দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। নেতা,এমপি-মন্ত্রী হওয়ার খায়েসে রাজনীতি করলে এতোদিনে অনেক কিছু পাওয়ার সুযোগ ছিলো। শুধুমাত্র দেশ ও দেশের মানুষের কথা ভেবে আপোষ করিনি। তাই হুমকি-ধমকি, চাপ দিয়ে লাভ নেই। দেশ ও মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুও জীবনের বড় একটা সময় কারাগারে কাটিয়েছে।

ওটাই প্রেরণা।

আজীবন তো আর পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। ভারতীয় আদিপত্যের ফ্যাসিবাদীদের কবল থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোষ করলে, পরবর্তী প্রজন্ম অভিশাপ দিবে। তাই বেঁচে থাকা পর্যন্ত দেশের স্বার্থে এ লড়াই চলবে ইনশাআল্লাহ।আর মরে গেলে পরবর্তী প্রজন্ম চালিয়ে যাবে।
দেশবাসীর প্রতি আহ্বান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে তৈরি করুন। জনগণ জেগে না উঠলে এ জাতির ভাগ্য আকাশে ঘোর অন্ধকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here