সার্ভার জটিলতায় টিকার নিবন্ধন করতে ব্যার্থ হচ্ছেন আগ্রহীরা

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ কোভিড-১৯ এর সংক্রমণ
আশংকা জনক ভাবে বেড়ে যাওয়ায় বেড়ে গেছে টিকা নিতে আগ্রহীিদের সংখ্যা।
আর টিকা নিতে আগ্রহী অনেকেই রেজিষ্ট্রেশন করতে ব্যার্থ হচ্ছেন।
সারা দেশের ন্যায় যশোরের অভয়নগর উপজেলায় ও এমন অভিযোগ এর সত্যতা
মিলছে হরহামেশাই। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ ওমৃত্যু বেড়ে যাওয়ায়
সরকার ঘোসিত টিকাদান কর্মসূচি পুনরায় চালু হওয়ায় যারা প্রথম চালানে টিকা
নিতে ইচ্ছা প্রকাশ করেননি, তাদের অনেকেই এবার টিকা নিতে আগ্রহী হয়ে
উঠেছেন। কিন্তু সরকারি নির্দেশনা মোতাবেক সুরক্ষা এ্যাপে অথবা ওয়েবসাইটে
গিয়ে সার্ভার ব্যাস্ত থাকা এবং ইন্টারনেটের গতি কম হওয়ার কারণে ব্যার্থ
হচ্ছেন অনেক টিকা প্রত্যাশী। ফলে ইচ্ছা থাকলেও টিকা নিতে পারছেন না।
টিকা নিতে আগ্রহী টি,এম,এস,এস সমিতির এক কর্মী নাজিয়া সুলতানা জানান গত
দুদিন যাবত চেষ্টা করেও নিবন্ধন করতে না পেরে অনেকের কাছে ছূটছেন
নিবন্ধন করার জন্য। তাকে সমিতির কাজে নানা সময় বিভিন্ন কাজে ব্যাংক সহ নানা জায়গায় ছোটাছুটি
করতে হয় এমতাবস্থায় রেজিষ্ট্রেশন করতে না পেরে হতাশা ব্যাক্ত করেন।
এমনিভাবে অভয়নগরের প্রত্যন্ত এলাকা থেকে একই ধরনের অভিযোগ পাওয়া
গেছে । তাদের আশা সংশ্লিষ্ট মহল অবিলম্বে সমস্যার সমাধান করবেন। না হলে
অনেক টিকা প্রত্যাশী রা টিকার বাইরে থেকে যাবে।
বিশেষজ্ঞ মহলের অভিমত – নিবন্ধনের অতিরিক্ত চাপের কারনেই সার্ভার
কখনও স্লো কখনও আটকে যাচ্ছে। একসাথে অনেকেই নিবন্ধন করার চেষ্টা
করাতেই এমন অবস্থা। অবিলম্বে জটিলতার অবসান হবে বলে আশাবাদ ব্যাক্ত
করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here