কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার বীজ বিনামূল্যে বিতরণ

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, সহকারী কৃষি অফিসার ইমরান হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলহাজ¦ শেখ আবুল হাসান, লুৎফর রহমান, পিপি আই মনিরুল হক, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন,তাপস কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার ২২শ’ ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টার বীজ ২৯০ জনের মধ্যে ২কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ১৩শ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সূর্যমুখী বীজ ২০ জনের মধ্যে ১কেজি ৫শ গ্রাম, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ১৫০জনের মধ্যে ৫ কেজি ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন মুগ ১২০জনের মধ্যে ৫ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন তিল ৩৬০ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রত্যেক চাষীদের মাঝে বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপসহকারী কৃষি কর্মকর্তা এড. শেখ কামাল রেজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here