আফগান নারীদের শিক্ষা, কাজ ও অধিকারে গুরুত্ব দিতে স্কুল কলেজ উম্মুক্ত করে দিয়েছে তালেবান

0
0

ডেস্ক নিউজঃ আপাতত আফগানিস্তানের রাজধানী কাবুল শান্ত। আর এই পরিস্থিতিতে সরকার গঠন করছে তালেবান। ইতিমধ্যে তারা দখল করে ফেলেছে রাজধানী কাবুল। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদও তাদের নিয়ন্ত্রণে। রোববার তালেবানরা কাবুলে প্রবেশের পর থেকেই দেশ ছাড়তে শুরু করেন বিদেশিরা। সোমবার দেশটির বিমানবন্দরে আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে কয়েকজন আফগান বালিকার ‘স্কুলে যাওয়ার’ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে।

ছবিতে দেখা যায়, সাত বালিকা স্কুলের ইউনিফর্ম ও স্কার্ফ পরে নির্জন সড়ক ধরে হেঁটে যাচ্ছে। ছবিটি সোমবার টুইটারে পোস্ট করা হয়। পরে তা ফেইসবুকেও ছড়িয়ে পড়ে।

এর আগে রবিবার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর নারী অধিকারের প্রতি সম্মান জানানো হবে বলে জানিয়েছে তালেবান।

তালেবান এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিবৃতিতে জানান, যোদ্ধারা নারীর অধিকারের প্রতি সম্মান জানাবে।

১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিল তালেবানরা। তখন তারা নারীর স্কুলে যাওয়া বন্ধ রাখে।

তবে রবিবার কাবুল দখলের পর ওই মুখপাত্র বলেন, নারীরা ঘরের বাইরে যেতে পারবে এবং কাজ ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

তবে তালেবান নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রদেশে কর্মরত নারীদের চাকরিচ্যুত করার খবর পাওয়া যায়। এ ছাড়া নারীদের একা বের হতে না দেওয়া এবং বোরকা পরতে বাধ্য করার খবরও পাওয়া গেছে বলে বিবিসি জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here