অভয়নগরে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ-কয়লার চুল্লি উচ্ছেদ

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলায় দীর্ঘ দিন ধরে চলে আসা অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা বানানোর চুল্লি উচ্ছেদ করলো পরিবেশ অধিদফতর ।সোমবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে পরিবেশ অধিদফতর স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ৬৪ টি অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়।এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে। এলাকাবাসীর দেওয়া তথ্যমতে একটা অসাধু চক্র চুল্লি তৈরী করে দীর্ঘ দিন ধরে গাছ কেটে পুড়িয়ে কয়লা তৈরী করে আসছিলো। পরিবেশ ও এলাকাবাসীর তোয়াক্কা না করেই তারা মুনাফার লোভে এ কাজ করে আসছিলো, ফলে একদিকে যেমন গাছপালা উজাড় হচ্ছিলো তেমনি এলাকাবাসীর মাঝে শাস-কষ্ট সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছিলো। ইতিমধ্যে বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি হলে প্রসাশন কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও চুল্লি বন্ধ হয়নি। আবার নতুনভাবে শুরু করেছে কোনো এক অদৃশ্য শক্তির সাহায্যে। ভুক্তভুগীরা জানান বর্তমানে এলাকায় গাছ পালার পাতা রঙ পালটে ঝরে গেছে। নষ্ট হয়েছে ফসল,সেই সাথে মরে গেছে অনেক গাছপালা। তাই পুনরায় যাতে শুরু না হয় সে জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন। চুল্লি উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন যশোর বন ও পরিবেশ অধিদফতরের ইন্সপেক্টর মোঃশরিফুল ইসলাম, এস আই আকরাম হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এ্হসানুল আলম সহ পুলিশ সদস্য ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here