সাংবাদিকদের চোর বলায় শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানী মামলার আবেদন

0
1

আজ ৩০শে এপ্রিল মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আদালত আসাদুজ্জামান নুরের আদালতে তিনি মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে। মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ পরে দেবেন বিচারক।

উল্লেখ্য যে, গত ২৪শে এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠান থেকে শমী কায়সারের দুটি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এরপর মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এসময় তার নিরাপত্তাকর্মী সবার দেহ তল্লাশি করতে চান। অনেকে বের হতে চাইলে নিরাপত্তাকর্মী সাংবাদিকদের ‘চোর’বলে ওঠেন। পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here