অভয়নগর বাসি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করল শহীদ বুদ্ধিজীবীদের

0
0

স্টাফ রিপোর্টার – অভয়নগর বাসি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করল শহীদ বুদ্ধিজীবীদের। ১৪ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রামাণ্যচিত্র প্রর্দশনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুসাইন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল জহুর মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশারফ হোসেন,অভয়নগর থানা অফিসার ইনর্চাজ মো.তাইজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (যশোর) মো.শহীদ ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ রবিউল হাচান। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র অমিতাভ চক্রবর্তী, পায়ড়াহাট মাধ্যমিক বিধদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী উর্মী জাহান সহ প্রমুখ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর মহান বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর দেশের কৃতী সন্তানদের বেছে বেছে ধরে নিয়ে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্ররা। যাতে এ জাতি স্বাধীন হলেও পরর্বতীতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here