অভয়নগরে অপরিকল্পিত বাধ কেটে দিলো পানিবন্দি বিক্ষুদ্ধ জনতা

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ঘেরের কারনে পানিবন্দি প্রায় ৫ শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী জলবদ্ধতা নিরোসনে কেটে দিলো ঘেরের পাড়।মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডবাসী দুটি ঘেরের পাড় কেটে পানি সরিয়ে ফেলার ব্যবস্থা করেন। পানিবন্দি ভুক্তভোগীরা ( বুইকারা,সরকারি গোরস্থানও দেবুর মিল সংলগ্ন) জানান একজন প্রভাবশালীর অপরিকল্পিত ভাবে গড়ে তোলা দুটি মৎস্য ঘেরের কারনে দীর্ঘ দিন ধরে সামান্য বৃষ্টি তে এলাকার প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগের শিকার হন তারা। ঘেরের পাড়ের কারনে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের বাড়ি ঘরে পানি ঊঠে যায়। প্রায় দেড়মাস ধরে জলাবদ্ধতার কারনে তাদের সূপেয় খাবার পানির সংকট সহ নানাবিধ চর্মরোগ দেখা দিয়েছিলো। যার কারনে পানিবন্দি বিক্ষুব্ধ নারী পুরুষ একত্রিত হয়ে নিজেরাই পাড় কেটে পানি নিষ্কাশনের পথ খুলে দেন।এতদিন ঘের দুটির কারনে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে ছিলো। উপয়ান্তর না পেয়ে বিক্ষুব্ধ জনগন ঘেরের পাড় কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলবদ্ধতার হাত থেকে রক্ষা পাবার পথ বেছে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here