নভেম্বরে শুরু হবে পদ্মাসেতুর সড়কপথে পিচ ঢালাইয়ের কাজ

0
0

ডেস্ক নিউজঃ বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুর সড়কপথের কাজও শেষ হয়েছে। বাকি রয়েছে সড়কপথে পিচ ঢালাইয়ের কাজ, যা আগামী নভেম্বরের শেষের দিকে শুরু হবে। এরপর চলবে যানবাহন।

গত ২৩শে আগস্ট স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথের পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আর এর মধ্য দিয়ে সেতুতে সড়কপথের সবকয়টি স্ল্যাব বসানো শেষ হয়। এখন সেতু দিয়ে যানবাহন চলতে প্রয়োজন পিচ ঢালাই, সেটা আগামী নভেম্বরের শেষে শুরু হবে। আর পিচ ঢালাই শেষ হতে সময় লাগবে ৩-৪ মাস। এরপর অন্যান্য কাজ শেষ হতে যে সময়টা লাগবে তার পরেই যানবাহন চলাচল করতে পারবে সেতু দিয়ে। বর্তমানে সেতুতে কার্পেটিং কাজ, ট্রলিং কাজ, মুভমেন্ট জয়েন্ট লাগানো ও গ্যাস লাইন ঠিক করার কাজ চলছে। একইসঙ্গে রেল সংযোগের কাজও সমানতালে চলছে। আমাদের শিফট ভাগ করা আছে। ২৪ ঘণ্টা কাজ চলছে সেতুতে। ঝড়-বৃষ্টি ও রোদ কিছুতেই থেমে নেই পদ্মাসেতুর কাজ। আমরা নির্দিষ্ট সময়ের আগেই সেতুর কাজ শেষ করে তা যানবাহন চলাচলের জন্য খুলে দিতে চাই।

এর আগে ২৩শে আগস্ট সেতুর সড়কপথের শেষ রোড স্ল্যাবটি সকাল ১০টা ১২ মিনিটের দিকে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়। এর মধ্য দিয়ে সড়কপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার পূর্ণাঙ্গ রূপ পায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here