অভয়নগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

0
0
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
অভয়নগরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে  যুগাবতার শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল দশটায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নওয়াপাড়া নগর ঘুরে ইনস্টিটিউট ময়দানে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অভয়নগর উপজেলার কমিটির সভাপতি বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রণজিত কুমার রায় । এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা সভাপতি শ্রী দীপংকর দাস রতন,সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি শ্রী রবিন অধীকারি ব্যাচা ,অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ি শ্যামল কুমার সিংহ,শেখর চন্দ্র সাহা,অসিত কুন্ডু,অরজুন সেন প্রমুখ । আজ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল । ৩২২৮ খ্রিষ্টপূর্বাব্দে ১৮ জুলাই, দ্বাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দর, অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষা এবং শুভশক্তিকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে। পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতিকে নির্দেশ করে এবং ঈশ্বরের শক্তি ও গুণাবলি প্রদর্শন করাকে বোঝানো হয়। হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণকে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর প্রভৃতি নামে অভিহিত করে। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে, প্রতিবছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো একসময়ে এ উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের এই পুণ্য তিথিতে ভগবানের সঙ্গে আমাদের চিন্ময় সম্পর্ক গড়ে উঠুক, এটাই হোক আমাদের একমাত্র প্রার্থনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here