দেশে ভয়ানক মহামারীর নাম ‘বাইক দুর্ঘটনা’

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ বাইক দুঘটনা নামক এই মহামারীতে দেশে গতবছর নিহত হয়েছে ২ হাজার ২১৪ জন, যাদের প্রায় ৯০% তরুণ৷ এ বছর প্রথম চার মাসে এখন পর্যন্ত নিহত হয়েছে ৮৩০ জন, যার প্রায় সবাই তরুণ৷

মহামারীর নাম ” বাইক এক্সিডেন্ট ” হ্যা মোটর সাইকেল দুর্ঘটনা। যে দুর্ঘটনায় স্পট ডেট,বেচে থাকলেও মারাত্মক ট্রমা নিয়ে পরিবারকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে বেচে থাকা।

দেশে এখন বাইকের সংখ্যা ৩৬ লাখ৷ জীবনের প্রয়োজনে এটি একটি ভালো যানবাহন হতে পারে কিন্তু অপ্রোয়জনীয় কাজেই বেশী ব্যবহার করে এটি উঠতি বয়সী তরুণরা৷ বাবা মায়েদের কাছে কিশোরদের তরুণদের আবদারে পরিণত হয়েছে এটি- বাবা মাকে জিম্মি করেই তারা বাইক আদায় করে।

আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখেছে৷ নিজের টাকায় যেদিন কিনতে পারবে সেদিনই চালানোর অনুমতি দিন৷ বাইকের তেল কেনার মতো আয়ও যার নেই তারাই বাইক চালিয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷ কারন বাইকের প্রতি তার মায়া নেই ঠিক যেমনটা মায়া নেই তার নিজের জীবনের প্রতি এবং বাবা মায়ের প্রতি।
এই মহামারী ভয়ংকর! একদম স্পট ডেড!
তাই সচেতন হোন৷

বিঃদ্রঃ বাইক চালাতে হেলমেট ব্যবহার করুন। ট্রাফিক আইন মেনে চলুন।আমি আমার প্রান প্রিয় সকল ভাই বন্ধুদের নিজের জীবন সম্পর্কে সচেতন হওয়ার অনুরোধ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here