অভয়নগরে করোনা সংক্রমণ প্রতিরোধে আবারও কঠোর লকডাউন

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ  সম্প্রতি অভয়নগর উপজেলায় করোনা সংক্রমণ ভয়ংকর রুপ নেওয়ায় জেলা প্রশাসনের ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক কঠোর লকডাউন শুরু হয়েছে। গতকাল ২৩শে জুন বুধবার ভোর ৬টা হতে শুরু হওয়া লকডাউন চলবে ২৯ শে জুন রাত ১২ টা পর্যন্ত।লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে অভয়নগর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকেই বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মত। উপজেলার নওয়াপাড়া বাজারে নিয়ম মাফিক ১২টার পরপরই ওষুধের দোকান ছাড়া বন্ধ হয়ে যায় সমস্ত দোকান পাঠ সেই সাথে মানুষের চলাচল অনেকাংশে কমে যায়। জরুরি সেবা ছাড়া মোটরসাইকেল সহ মহাসড়কে যানবাহন বন্ধ ছিলো।এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে মংগলবারে নতুনকরে ১৭ জনের করোনা সনাক্ত ও ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতি ঠেকাতে এ ধরনের লকডাউনের বিকল্প নেই বলে মনে করেন সমাজের বিশিষ্ট জনেরা। সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর নিত্যদিনের চাহিদার বিষয়ে সমাজের বত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here