শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে অভয়নগর সুন্দলীতে প্রতিবাদ ও মানববন্ধন

0
0

এসএম মনিরুজ্জামান, অভয়নগর প্রতিনিধি – সাপ্রদায়িক সম্পর্ক বনষ্টের প্রতিবাদে মানববন্ধন।সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে গতকাল বিকেল ৪টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।সুন্দলী ইউনিয়নের হিন্দু কল্যাণ সংহতি, মশিয়াহাটি রাধা গোবিন্দ নাট্য গোষ্ঠী, সুন্দলী ইউনিয়নের পল্লী বিকাশ কল্যান সংস্থা, হরিদাস কাটী ইউনিয়নের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ২ নং সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিকাশ রায় কপিল, হিন্দু কল্যাণ সংহতির সাধারণ সম্পাদক ও মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব শংকরাচার্য মন্ডল, ভৌরব আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিমির বরন সরকার, সহকারী অধ্যাপক সিংগিয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রমেশচন্দ্র অধিকারী, সহসভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ সুন্দলী ইউনিয়ন শাখার বিকাশ চন্দ্র মল্লিক সহ আরো অনেক বিশিষ্ট জন, সমাজসেবক ও নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি করেন, সেই সাথে সাম্রদায়ীক সম্প্রতি রক্ষা করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here