বাংলাদেশ সেনাবাহিনীকে আরো ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিলেন ভারত

0
0

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরো ১৫ টি ঘোড়া দিলেন ভারতীয় সেনাবাহিনী ।

রোববার (৪ এপ্রিল) দুপুরে পেট্রাপোল-বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়াগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনী।

উপহারের এ ঘোড়াগুলো হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে. কর্ণেল আরকে সাজেত।

যশোর ৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা এসেছে। সেনাবাহিনী’র ট্রাকে করে ঘোড়া গুলো ঢাকা নিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here