শার্শায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া)’র পুষ্পস্থাবক অর্পণ

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি:মানবতার মুক্তির শপতে,আমরা সবাই এক সাথে,এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া)র‍্যালী দোয়া অনুষ্ঠান  ও বঙ্গবন্ধু ম্যুরালীতে পুষ্প স্থাবক অর্পন করছে।
সোমবার(১৬ ডিসেম্বর)সকালে প্রভাত ফেরীতে শার্শার বাগআঁচড়ায় র‍্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরালী তে পুষ্পস্থাবক অর্পণ শেষে দোয়া করা হয়।
এ সময় এ্যাসোসিয়েশনের নেতারা বলেন,,দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ১৬ ই ডিসম্বর বাংঙ্গালী জাতী পেয়েছে লাল সবুজের পতাকা।জাতী পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে এ দিন বিজয় ছিনিয়ে এনেছিলো।বাংঙ্গালী জাতীর বীরত্বের এক অবিস্বরনীয় দিন ও এটি।বীরের জাতী হিসাবে আত্মপ্রকাশের দিন ও এটি।পৃথীবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভুকন্ডের নাম জানান দেয়ার দিন ই হলো এই ১৬ ই ডিসেম্বর।ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সর্বভম দেশ। সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের এ আয়োজন।আরো বলেন প্রতিটি জাতীয় দিবসে ফারিয়া এ মহৎ কাজ গুলো পালন করবে। এবং এ দিন সকল রিপ্রেজেন্টেটিভ ছুটি পালন করবে।
এ সময় প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন,ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটেটিভ এ্যাসোসিয়েশন এর সভাপতি, শংকর দত্ত,সাধারণ সম্পাদক দেব্রত বিশ্বাস,সহ-সম্পাদক,গোলাম রব্বানী (রিপন),প্রচার সম্পাদক আক্তারুল,সদস্য,আল-আমিন,হাসিব,জনি,ইয়ানুর,ইমানুর,আলিম,খান জাহান,ফিরোজ,মাহামুদ,রহিম,চয়ন,সুমন,জিয়া,রোরহানসহ ফারিয়ার সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here