বেনাপোলের পুটখালীতে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
1

 নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি : খুলনা ২১ বর্ডারগার্ড(বিজিবি)ব্যাটেলিয়ন এর উদ্দোগে  স্থানীয় জনগনকে সাথে নিয়ে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়, মাদক, চোরাচালান,অস্ত্র- বিস্ফোরকদ্রব্য, মানব ও গবাদিপশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার(২৬ শে আগস্ট)সকালে বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্প প্রঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন,বর্ডারগার্ড(বিজিবি)খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান ,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন ,প্রেসক্লাব বেনা‌পোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন ও ২১ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ।

এই সময় গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু সহ পুটখালী, গোগা ও কায়বা ইউনিয়নের জনপ্রতিনিধিরা ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

এ সময় সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান বলেন, জানুয়ারি ২০১৯ হতে জুন ২০১৯ তারিখ পর্যন্ত ৪২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৩৭৫ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানী পন্য আটক করেছে। এ সমস্ত চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪৮৮ জনকে আটক করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here