নাজিমুদ্দিন (জনি)শার্শা প্রতিনিধি – বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর কাছে আর্মড পুলিশ কর্তৃক ঘুষ বানিজ্য আদায়ের প্রতিবাদ করায় নজরুল ইসলাম নামে এক সাংবাদিক শারিরীক লাঞ্ছিতের শিকার হয়েছেন। আহত সাংবাদিক নজরুল ইসলাম দৈনিক ঢাকার ডাক পত্রিকার বেনাপোল প্রতিনিধি। আহত সাংবাদিক নজরুল জানান, বুধবার (১৫ মে) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালে তিনি পেশাগত কাজে অবস্থান করছিলেন। এসময় জানতে পারেন বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে মুকুল সর্দ্দার (পাসপোর্ট নং- জেড৫০৮১৪৫৩) এক পাসপোর্টযাত্রীকে ঘুষ বানিজ্যের কারণে তার পাসপোর্ট আটকে রেখেছে আর্মড পুলিশ সদস্যরা। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে আর্মড পুলিশ নাইমের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিষয়টি জানতে চান। এসময় ঐ আর্মড পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তিনি প্রতিবাদ করলে সেখানে কর্তব্যরত আর্মড পুলিশের নায়েক সোয়ারাব সহ তিনজন তাকে এলোপাতাড়ি মারধোর করে। এব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল বাশার জানান, বিষয়টি তিনি শুনেছন এবং পর অভিযুক্ত আর্মড পুলিশের সদস্য, সাংবাদিক ও পাসপোর্টযাত্রীর সাথে কথা বলেছেন। সব কথা শোনার পর আর্মড পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এদিকে বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারন সম্পাদক আবু সাঈদ সহ সকল নেতৃবৃন্দ ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তদন্ত সাপেক্ষে আশু জরুরী কার্যকারী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।