চিকিৎসকদের জন্য প্ল্যাটফর্ম এবং বিডিইএমআর এর যৌথ হেলথ কুইজ!

0
12

ডাঃ নিলয় শুভ – প্ল্যাটফর্ম এবং মেডিকেল সফটওয়্যার প্রতিষ্ঠান, বিডিইএমআর যৌথ ভাবে আয়োজন করছে, হেলথ কুইজ!চিকিৎসকের সঠিক উপদেশ, সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসক-রোগী সম্পর্ক উন্নয়ন, রোগ সংক্রান্ত বা সাধারণ স্বাস্থ্যতথ্য, সমৃদ্ধ এক কুইজ প্রতিযোগিতা তথা অনলাইন স্বাস্থ্য বিষয়ক কুইজ এখন লাইভ! প্লে স্টোর থেকে BDEMR Patient App অথবা patient.bdemr.comব্রাউজ করে কুইজে অংশ নিতে পারবেন।

নিয়মিত কুইজ শুরু হবে ১৭ ই এপ্রিল থেকে । প্রতি সপ্তাহে ১ টি প্রশ্নের পুরস্কার ১০ হাজার টাকা , দৈনিক ১-৩ টি পুরস্কার ২ হাজার টাকা , মাসিক পুরস্কার ১৫ হাজার টাকা। বিজয়ী ঘোষণা হবে ফেসবুক লাইভে , bdemr.com (facebook.com/BangladeshEMR) পেজ থেকে। প্রতি শনিবার অথবা মঙ্গল বারে রাত ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে।
কুইজের আপডেটের জন্য প্ল্যাটফর্ম (facebook.com/platform.med.org) এবং bdemr.comপেজ ফলো করুন।

কুইজ সম্পর্কেঃ

৫ তারিখ থেকে পরীক্ষামূলক ভাবে কুইজ শুরু , প্রতিদিন ১ টা করে প্রশ্ন, বিজয়ী পাবেন ২০০০ টাকা। রাত ১০৩০ থেকে ১১৩০ এর মধ্যে লাইভে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লাইভে না থাকলে পরবর্তি জনকে নির্বাচিত করা হবে।

এই কুইজের উদ্দেশ্যঃ
১। জগণকে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া।
২। অনেক মিথ/ কুসংস্কার আছে , সাথে আছে ডাক্তারদের সম্পর্কে ভুল ধারনা। সেগুলো দূর করা।
৩। স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন তুলে ধরা।

হেলথ কুইজ অ্যাম্বাসেডরঃ
এই শুভ উদ্যোগের সাথে জড়িয়ে আছে, অনেক ভলান্টিয়ার। যাদের পজিটিভ পদক্ষেপের জন্যই এই লক্ষ্য নিয়ে কুইজ শুরু হলো।
যারা আমাদের মতই ভাবেন, জয়েন করতে পারবেন নির্দিধায়!

হতে পারবেন হেলথ কুইজ অ্যাম্বাসেডর!

� প্রতিনিধিঃ আপনার ক্যাম্পাসে বা অনলাইনে হেলথ কুইজ এর স্বাস্থ্য সচেতনতা মূলক পোস্ট প্রচার করা। সম্মানিত শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা।

টিমে, বিজ্ঞাপন সহযোগি হিসেবেও কাজ করতে পারবেন।

� আমাদের প্রশ্ন উত্তর পর্বের জন্য স্পন্সর ও বিজ্ঞাপন দাতা প্রয়োজন, আপনি বিজ্ঞাপন সংগ্রহ করলে অর্থমূল্যের ২০% অর্জন করবেন। বিজ্ঞাপনের বাকি অংশ কুইজের টেকনিক্যাল ইস্যু, অনলাইন অফলাইন প্রচারনা, লজিস্টিক্স, পাশাপাশি স্কিল ডেভলপমেন্ট এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কাজে ব্যয় করা হবে।

� অন্যান্য!

You are invited to JOIN THE TEAM!

সংযুক্তিঃ

এই কুইজে প্লাটফর্মের সকল সদস্য অংশ গ্রহণ করতে পারবেন নিচের যে কোন এক বা একাধিক ভূমিকায়।

উত্তরদাতাঃ মেডিকেল ও ননমেডিকেল সকলেই কুইজে অংশগ্রহণ করতে পপারবেন। আপনাদের নন মেডিকেল বন্ধুদের ও এই কুইজে অংশগ্রহণ করতে বলতে পারবেন। তবে এই সংখ্যা হবে সীমিত। সুতরাং আপনার বন্ধুদের দ্রুত যোগ করুন।

প্রশ্নকর্তাঃ
আপনি নিজে প্রশ্ন পাঠান, আপনার শিক্ষক বা সিনিয়র বা জুনিয়রদের প্রশ্ন পাঠাতে উৎসাহিত করুন।

প্রশ্ন সংগ্রহকারীঃ
আমাদের চিকিৎসকদের অনেকেই হয়ত আগ্রহী হবেন প্রশ্ন দিতে । তাদের ব্যাস্ত সময়ে হয়ত কাজটা কঠিন হবে । মাননীয় অধ্যাপক দের কাছে থেকে প্রশ্নটি ভিডিও আকারে ধারণ করা যেতে পারে।

প্রশ্নের ধরণঃ
সবার জন্য – যে কোন বিষয়ের উপর ছোট বর্ণনা থাকবে। এই বর্ণনা থেকে প্রশ্ন থাকবে যেন একজন ওই বর্ণনা পড়ে প্রশ্নটির উত্তর দিতে পারেন । যেমন হাসপাতালে অপারেশনের রোগীর ঘরে বেশি মানুষ হলে ইনফেকশনের হার কিভাবে বেশি হয় তার একটা বর্ণনা থাকবে। প্রশ্ন হতে পারে যে অপারেশনের রোগী ভিজিটের সময় কমালে ইনফেকশনের হার কমে , এটা সত্যি কি না। কিম্বা ভিজিট নিয়ন্ত্রণের মাধ্যমে ইনফেকশন কমানো সম্ভব কি না , ইত্যাদি ।
ইন্টারনেট থেকে আকর্ষণীয় ভিডিও দিয়ে সেটা সঙ্ক্রান্ত প্রশ্ন করা যাবে।

মেডিকেল কমিউনিটির জন্য প্রশ্ন করবেন চিকিৎসকেরা। যে কোন বিষয়ে যা জানা জরুরি। যেমন ACLS/ATLS , অথবা স্বাস্থ্য সঙ্ক্রান্ত পরিসংখ্যান, বিভিন্ন কনফারেন্স থেকে পাওয়া জ্ঞান বিনিময়, এরকম যে কোন কিছু যা আমাদের শিক্ষার্থী দের কিছু শিখতে সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here