যশোরের শার্শায় মটরসাইকেল দূর্ঘটনায় নিহত -১ আহত-২

0
1

নাজিমুদ্দিন জনি (শার্শা) – যশোর জেলার শার্শায় মটরসাইকেল দূর্ঘটনায় হাসান আলী (২০) নামে একজন মোটর সাইকেল চালক নিহত এবং সাথে থাকা মনিরুল ইসলাম(১৬) ও হাসিব উদ্দীন (১৭) নামে দু”জন আরোহী মারাত্মক আহত হয়েছে। নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন। জানা যায়, ১লা মে বুধবার রাত সাড়ে আটটার সময় গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে যায়। এ সময় মোটরসাইকেলের চালক হাসান ও দুই আরোহী মনিরুল ইসলাম, হাসিব উদ্দীন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোটর সাইকেলে চালক হাসান আলিকে মৃত ঘোষণা করে। এসময় আহত দু”জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here