সমাজের কণ্ঠ ডেস্ক : ২৮ জুলাই, ২০১৯ –
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার কিছু হয়ে গেলে এর দায় সরকারকেই নিতে হবে। কারাবন্দি খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আমরা আশঙ্কা করছি- এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। মূলত তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অকালে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সাফ জানিয়ে দিতে চাই- দেশনেত্রীর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়, এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
রবিবার সকালে শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি এবং মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, সদস্যসচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ আরো অনেকে।
এ সময় দুলু আরোও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে উন্নত কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে না। বিএনপির চেয়ারপারসন কারাগারে যাওয়ার সময় সুস্থ ছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এক বছরেরও বেশি সময় ধরে তাকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। এই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমাদের পক্ষ থেকে বারবার বলার পরও তার চিকিৎসা দেয়নি সরকার। গত তিন মাসে খালেদা জিয়ার অসুস্থতা আরো বেড়েছে।