জাতীয়স্বাস্থ্যবিধিকরোনা ভাইরাস: দেশে গত ২৪ঘন্টায় নতুন করে শনাক্ত ১,৪৯৩ মৃত্যু ২৩By News Admin - October 28, 202000ShareFacebook Twitter Linkedin WhatsApp Email Print প্রতিকী ছবিডা. শাহরিয়ার আহমেদ: দেশে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১,৪৯৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ঘন্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।