ডেস্ক নিউজঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্তের হার বেড়েছে। এই সময়ে আরও ৩৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে। আর মোট মৃত্যু ২৮ হাজার ৬২ জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১০ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।