জনগনের ট্যাক্সের টাকায় পড়া ডাক্তাররা রোগীর ভিজিট কেনো নিবে?

0
1
ফাইল ছবি

ড, শাহরিয়ার আহমেদ (সম্পাদক) – ছোট বেলা থেকেই স্বপ্ন ডাক্তার হবো। আল্লাহর দয়ায় অনেক কষ্টে অবশেষে ডাক্তার হলাম। আমি চলে গেলাম একটি মফস্বল শহরে যেখানে মানুষদের চিকিৎসা সেবা দেবো। কিন্তু আমি তো জনগনের ট্যাক্সের টাকায় ডাক্তার হইছি, আমার তো রোগীর ভিজিট নিলে চলবে না, নিলেও সর্বোচ্চ ১০ টাকা নিতে হবে। আমি তাতেই শুরু করলাম। রোগীর ভিজিট ১০ টাকা। এখন একটা রোগীকে তো খালি দুই কলম লিখে দিলেই হবে না, তাকে সময় দিতে হবে, তার সাথে একটু গল্প গুজব করা লাগবে, প্রতিটা রোগীর পিছে তাতে আমার ৩০ মিনিট করে সময় দিতে হবে। তাহলে আমি যদি ওয়ার্কিং আওয়ার হিসেবে ৮ ঘন্টা রোগী দেখি তাহলে আমার দিনের আয় হবে ১৬০ টাকা প্রতিদিন।
তাতে কি আমি তো জনগনের ট্যাক্সের টাকায় ডাক্তার।
ও হ্যা, ১৬০ টাকা আমি পাবোনা, কারন অই যে পাড়া প্রতিবেশি, দাদু -কাকু এরা তো ফ্রি।

আমি খুব খুশি, আমিতো মহৎ ডাক্তার।

এবার গেলাম উকিল সাহেবের কাছে, পারিবারিক একটা মামলা করতে , উনি বিল চাইলেন ৩০০০০ টাকা।

একটা বাড়ি করা দরকার গেলাম একটা বাড়ির ডিজাইনার ইঞ্জিনিয়ার এর কাছে উনি করে দিলেন, বিল চাইলেন ৫০০০০ টাকা

ছোট বোনকে প্রাইভেট পড়ানোর জন্য স্যারের কাছে দিলাম উনি চাইল মাসে ৪০০০ টাকা,

পত্রিকায় একটা হারানো বিজ্ঞপ্তি দিব বলে, প্রথম আলো পত্রিকার অফিসে গেলাম, চাইল শব্দ প্রতি ৩০০০ টাকা,

আমি অবাক হইলাম, এরা জনগনের ট্যাক্সের টাকায় পড়ে এত টাকা করে কেন নিবে?

ও আমি তো ভুলে গেছিলাম, এগুলা হল পেশা, আর ডাক্তারী মানে খালি সেবা আর সেবা।

—- (C) —

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here