অভয়নগরে ‘ফণী‘র প্রভাবে হালকা বাতাসের সাথে বৃষ্টিপাত।জনজীবনে স্থবিরতা

0
1

শেখ জাকারিয়া – খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর অঞ্চলে ঘুর্ণিঝড় ফনী‘র প্রভাবে হালকা বৃষ্টির সাথে হালকা বাতাস বইতে শুরু করেছে। আজ ০৩রা এপ্রিল শুক্রবার বিকাল ৫টার পর থেকে আকাশ কালো হয়ে হালকা বাতাস বইতে শুরু করে এরপর সন্ধ্যা ৬টার দিকে বাতাসের সাথে হালকা বৃষ্টিপাতও শুরু হয়।এ সময় অভয়নগর উপজেলার প্রধান বাজার ও সকল মহল্লার রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। অভয়নগর উপজেলা  খুলনা সদর থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।ঘূর্ণিঝড় ফণীতে যে কয়টি জনপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এর মধ্যে অভয়নগর উপজেলা অঞ্চলও একটি।

খুলনা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ফণীর অগ্রভাগের প্রভাব পড়েছে উপকূল এলাকায়।
আজ সকালেও অভয়নগরের এলাকায় রৈাদ্রকরউ্জ্জল আবহাওয়া ছিলো। অভয়নগরের স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত মাইকিং করে এই জনপদের অধিবাসীদের সতর্ক  করে চলেছে। আজ মধ্যরাতে ঘুর্ণিঝড় এই অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here