ঝিনাইদহের এতিম ‘গোপাল‘কে বাচাতে অসহায় বৃদ্ধ মায়ের আকুতি।সকলের সাহায্য কামনা

0
1

হাবিব ওসমান (ঝিনাইদহ) – ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের ‘গোপাল‘কে বাচাতে অসহায় বৃদ্ধ মায়ের আকুতি।সকলের সাহায্য কামনা। আপনারা যারা মানুষের কল্যানে কাজ করেন আমি তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা ঝিনাইদহের কালীগঞ্জের গোপালপুরের অসহায় বৃদ্ধ মায়ের অসুস্থ্ সন্তান গোপালকে একবার দেখে আসুন। গোপাল কি ভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমাদের সমাজে বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, বলিষ্ট কন্ঠশ্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, লক্ষ লক্ষ মানুষের নয়নের মনি, উন্নয়নের কারীগর, গণমানুষের দেহের ভাষা বোঝেন, সংখ্যালঘুদের বিপদে আপাদে পাশে দাড়ায় সে সমস্ত সমাজ সেবক ও জনবান্ধব সরকারী কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী সংগঠন, মানবধিকার সংগঠন, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ আপনারা তো জনকল্যানে কাজ করেন এবং আপনাদের কেউ যদি খুন, গুম বা মার পিটের শিকার হয় তাহলে সমাবেত হয়ে রাস্তার পাশে মানববন্ধনে দাড়িয়ে প্রতিবাদ জানান এবং আমরা যারা সাংবাদিক আছি তাদের ডেকে প্রেস কনফারেন্স করেন। আপনারা ডাকলে আমরা আপনাদের সম্মান রাখি তাহলে আমরা সাংবাদিকরা গোপালকে নিয়ে বার বার আমাদের বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন গোপালকে বাঁচানোর জন্য। আসলে কি এসব খবর আপনাদের নজরে পড়েনি? নাকি বিষয়টা আন্তরিকতার সাথে নিচ্ছেন না? আমাদের মাধ্যমে গোপালের অসহায় মমতাময়ী মানুষের কাছে সাহায্য জন্য আবেদন জানাচ্ছে। প্লিজ আপনাদের মন মানুষের জন্য কাঁদে আপনারা একটি বার হলেও গোপালকে একটু দেখে আসেন। বিনা চিকিৎসায় ধুঁকে ধঁকে মরছে। গোপালের মা আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আপনার তার সহজাতী এজন্য গোপালের বৃদ্ধ মায়ের আস্তা আপনাদের প্রতি অনেক বেশী। একজন নামকরা সমাজসেবককে গোপালের মা একজন জনপ্রতিনিধির সাথে দেখা করার বিষয়টা বারবার বলেও কোন উত্তর পায়নি তার কাছ থেকে। গোপালের মা আশা করেন ঐ জননন্দিত জনপ্রতিনিধি যদি তার অসুস্থ্য সন্তানের কথা জানে তাহালে গোপালের চিকিৎসা অবশ্যই হবে। এবং গোপাল সুস্থ্য হয়ে উঠবেন। গোপাল চিকিৎসা পেলে ভালো হয়ে যাবেন। শুধু চিকিৎসার অভাবে একজন মানব সন্তান আমাদের সামনে মারা যাবে এটা আপনারা চান?
প্লিজ গোপালের পাশে দাড়ান। তার অসহায় অবস্থার কথা তুলে ধরে গত-১৩ই এপ্রিল কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা ”গোপালের বেঁচে থাকার আকুতি” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

—– গোপালকে সাহায্যের জন্য আগ্রহীগন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারন সম্পাদকের সাথে অথবা কালিগঞ্জের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অথবা সাংবাদিক হাবিব ওসমানের সাথেও কথা বলে নিতে পারেন। হাবিব ওসমান – 01711-158774

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here