গোপলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমান সরকারি ঔষধ সহ ডাক্তার গ্রেফতার

0
0

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে অভিযানে চালিয়ে বিপুল পরিমান সরকারি ঔষুধ সহ ডাঃ শেখ লুৎফর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে শহরের কবরস্থান রোড মিয়াপাড়া এলাকায় লাবিবা পলি ক্লিনিকের মালিক ডাঃ শেখ লুৎফর রমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির আলমারি থেকে কয়েকটি কার্টন ভর্তি অবস্থায় বিপুল পরিমান সরকারি ঔষধ জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ডাঃ লুৎফর রহমানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় জনমনে প্রশ্ন এটাই যে, কিভাবে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত ঔষধ প্রাইভেট ক্লিনিকে যায়। সরকারি ঔষধ পাচারের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি সাধারণ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here