মেহের আফরোজ, ঢাবি করেসপোন্ডেন্টঃ ভারতে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট যা খুবই শক্তিশালী,হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে রোগীর ভীড়, সেবা দেওয়ার মতো অবস্থা নেই। মুসলমানরা কোথাও কোথাও মসজিদকে হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট।দিল্লির হাইকোর্ট মোদি সরকারকে ভিক্ষা করে হলেও অক্সিজেনের ব্যবস্থা করতে বলেছে। শশ্মান,গোরস্থানে লাশের সারি।
নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে সামর্থ্য অনুযায়ী অক্সিজেন,চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে বাংলাদেশের উচিত ভারতের পাশে দাঁড়ানো।বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি,প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অযাচিত হস্তক্ষেপসহ, সীমান্ত হত্যা, নিরাপত্তা,বাণিজ্য, সংস্কৃতি নানা ক্ষেত্রে আগ্রাসনের ফলে বর্তমানে এদেশের মানুষের প্রচন্ড রকম ভারত বিদ্বেষ রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমি মনে করি, সে বিদ্বেষ ভারতের শাসকদের প্রতি জনগণের প্রতি নয়। তাই ভারতের জনগণের এই দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো উচিত।
- আরেকটি কথা না বললেই নয়। ভারতের এই বিপর্যয় থেকে বাংলাদেশ শিক্ষা না নিলে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হতে পারে। বিশেষ করে ভারতের সাথে স্থল, নৌ,বিমান যোগাযোগের ক্ষেত্রে সতর্ক না হলে খুব সহজেই ভারতের এই মরণঘাতী ভ্যারিয়ান্ট বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে।
সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হওয়া জরুরী।