চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন।

0
7

ইব্রাহিম খলিল – কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে একজন মেডিকেল অফিসার ও ২জন ইন্টার্ণ চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবীতে আজ ৬ই এপ্রিল শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন।শনিবার সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ৪দিনের আল্টিমেটাম দেওয়া হয়ে। উক্ত সময়ের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করতে পারলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ইন্টার্ণ চিকিৎসকদের মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. পিয়াস হোসেন, ডা. হাসান হাবিব, ডা. কবির আলম, ডা. জি এম রনি, ডা. সাগর দে, ডা. তুষার আহমেদ, ডা. রবিউল ইসলাম প্রমুখ। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী করেন। বক্তারা আরো বলেন, আজ আমরা কর্মক্ষেত্রে নিরাপদ নয়। নিরাপদ কর্মক্ষেত্র না পেয়ে আমরা মানুষের সেবা দিবো কিভাবে। আজ আমরাই আক্রান্ত। আমরা নিজেরা আক্রান্ত হচ্ছি ফলে আক্রান্ত মানুষকে রক্ষা করবো কিভাবে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here