কেশবপুর (যশোর) প্রতিনিধি :
উপজেলার টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, তার বিদ্যালয়ের ছাত্রীরা গ্রামের সড়কের দুই ধারে ৩৫০০ এবং মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান দীন ইসলাম জানান, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেশবপুর-বকুলতলা সড়কের দুই পাশে ২৮০০ তাল বীজ বপন করে। উপজেলার মূলগ্রাম দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ আলা উদ্দিন বলেন, একযোগে ছাত্র-ছাত্রীরা তাল বীজ বপনে অংশ নেওয়ায় উপজেলাব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, একই সঙ্গে উপজেলার প্রতিটি রাস্তার দুই পাশ দিয়ে ৫ লাখ তাল বীজ বপন করে শিক্ষার্থীরা রেকর্ড সৃষ্টি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান বলেন, প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে ৫ লাখ তাল বীজ বপন করা হয়েছে। গত বছরও কেশবপুরে একইভাবে তাল বীজ বপন করা হয়েছিল। ওই বপনকৃত বীজ থেকে অধিকাংশই চারা বের হয়েছে। এ চারা রক্ষা করা সম্ভব হলে আগামী ১৫ থেকে ২০ বছর পর কেশবপুরে তাল গাছে ভরে উঠবে।