যশোরে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

0
0
যশোর প্রতিনিধি – পুলিশের সঙ্গে কাজ করি; মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশ ডে ২০১৯। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় শহরের দড়াটানা মোড় হতে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক। র‌্যালিতে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর সদস্যরা ও শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।এরপর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় যবিপ্রবির ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক, সাবেক গণপরিষদ সদস্য মঈনুদ্দিন মিয়াজী বক্তব্য রাখেন। বক্তারা সমাজ তথা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণকে এক সাথে কাজ করার আহবান জানান।

এরপর দুপুরে যশোর মাইকেল মধুসুদন বিশ্ববিদ্যালয় কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা।এই খেলায় অংশ গ্রহন করবে কমিউনিটি পুলিশের অভয়নগর ও চৌগাছা উপজেলা কমিটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here